ইন্টারনেট বন্ধে ক্ষতি ১৪০০ কোটি টাকা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৯, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইন্টারনেট বন্ধে ক্ষতি ১৪০০ কোটি টাকা

banglanewsus.com
প্রকাশিত আগস্ট ১, ২০২৪
ইন্টারনেট বন্ধে ক্ষতি ১৪০০ কোটি টাকা

Manual7 Ad Code

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর সারাদেশে ইন্টারনেট শাটডাউন এবং ফেসবুক বন্ধ রাখায় ই-কমার্স খাতে এক হাজার ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
বুধবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর বনানীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ই-ক্যাব। ডিজিটাল মার্কেটার, কনটেন্ট ডেভেলপার, স্টার্টআপ এবং ক্ষয়ক্ষতি বিষয়ে সদস্যদের কাছে সার্ভে ফরম থেকে এ তথ্য পেয়েছেন তারা।
লিখিত বক্তব্যে ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, ‘ইন্টারনেট শাটডাউন, ধীরগতি এবং ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম দীর্ঘসময় বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ই-কমার্স ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর প্রভাব সুদূরপ্রসারী, যা সরকারও অবগত আছে। উচ্চপর্যায়ের অনেককে আমরা বিষয়টি জানিয়েছি।’
তিনি বলেন, ‘দেশের ২০ লাখ উদ্যোক্তা ইন্টারনেটের ওপর নির্ভরশীল। শুধু ফেসবুকভিত্তিক উদ্যোক্তা রয়েছেন ৫ লাখেরও বেশি। পণ্য সরবরাহে রয়েছেন আরও ৮ লাখ মানুষ। প্রতিবছরই এ সংখ্যা ২৫ শতাংশ হারে বাড়ছে। প্রতিদিন এক কোটি ২০ লাখ টাকার ই-কমার্স লেনদেন হয়, যা গত ১২ দিন ধরে বন্ধ রয়েছে। পচনশীল দ্রব্যের অর্ডারও বন্ধ হয়ে গেছে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ই-ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফসহ পরিচালকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code