যুক্তরাষ্ট্র অফিস
নিউ ইয়র্ক সিটির স্যাংচুয়ারি বা অভয়ারণ্য অভিবাসন নীতিকে অসাংবিধানিক দাবি করে আদালতে মামলা দায়ের করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি অননুমোদিত এক অভিবাসীর গুলিতে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) এজেন্ট গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়।
নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে স্থানীয় সময় বৃহস্পতিবার মামলাটি দায়ের করে যুক্তরাষ্ট্র সরকার। এতে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস, সিটি কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামস, পুলিশ কমিশনার জেসিকা টিশ, এবং সংশোধন বিভাগ কমিশনার লিনেট ম্যাগিনলি-লিডি-সহ একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
এই মামলার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য হলো নিউ ইয়র্ক সিটির স্যাংচুয়ারি আইনের বৈধতা বাতিল করা। কারণ নিউ ইয়র্ক হলো যুক্তরাষ্ট্রের অন্যতম শহর যেখানে এই নীতি আছে। যার ফলে নগরীল কোনো বাসিন্দার অভিবাসন অবস্থার ভিত্তিতেপুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে না।
মামলার অভিযোগে বলা হয়েছে, নিউইয়র্ক সিটির স্যাংচুয়ারি আইন ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের কাজকর্মে বাধা সৃষ্টি করছে। এই নীতিমালা ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগের ক্ষমতা ব্যাহত করার উদ্দেশ্যে তৈরি এবং যা মার্কিন সংবিধানের পরিপন্থি। অভিবাসন আইন প্রয়োগে ফেডারেল সরকারের পূর্ণ অধিকার আছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন অ্যাটর্নি জেনেরাল প্যাম বন্ডি বলেছেন, স্যাংচুয়ারি সিটি নীতির কারণে নিউ ইয়র্কে বহু অপরাধীকে নিরপরাধ দেশবাসীর সঙ্গে রাস্তায় ছেড়ে রাখা হয়েছে। নিউ ইয়র্ক যদি নিজেদের শহরবাসীকে সুরক্ষা দিতে না পারে, আমরা দেব।
প্রেসিডেন্ট ট্রাম্পের সীমান্ত নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা টম হোমান সম্প্রতি ম্যানহাটনের একটি ফেডারেল ভবনে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, এই নীতিগুলো শুধু বেআইনি নয়, প্রাণঘাতীও। ওই সম্মেলনে মেয়র অ্যাডামসও উপস্থিত ছিলেন, তবে শহর কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।