নেপালকে সহযোগিতার আশ্বাসের কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২২, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নেপালকে সহযোগিতার আশ্বাসের কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত মার্চ ১২, ২০১৮
নেপালকে সহযোগিতার আশ্বাসের কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Manual1 Ad Code
নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তে হতাহতের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সিঙ্গাপুর সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুর সময় ৭টা৫০ মিনিটে প্রধানমন্ত্রী টেলিফোনে আলাপ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানানো হয়েছে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রীকে বলেন, ত্রিভূবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল নেপালে পাঠাবেন। এ ছাড়া প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার বাংলাদেশ তা করবে বলেও আশ্বাস দেন তিনি।
খাদগা প্রসাদ শর্মা অলি প্রধানমন্ত্রীকে জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এর আগে উড়োজাহাজ বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা শোক বার্তায় সোমবার বিকেলে তারা নিহতের আত্মার শান্তি কামনা করেন পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নেপালের কাঠমান্ডুতে ঢাকা থেকে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code