১৮ কি.মি. দূরে থাকতেই ল্যান্ডিং গিয়ার খুলে মাটির ২শ’ ফুটের কাছে নেমে আসে বিমানটি! – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৬, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

১৮ কি.মি. দূরে থাকতেই ল্যান্ডিং গিয়ার খুলে মাটির ২শ’ ফুটের কাছে নেমে আসে বিমানটি!

প্রকাশিত মার্চ ১৭, ২০১৮
১৮ কি.মি. দূরে থাকতেই ল্যান্ডিং গিয়ার খুলে মাটির ২শ’ ফুটের কাছে নেমে আসে বিমানটি!

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ  নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে ১৮ কিলোমিটার দূরের গাগালপেদি এলাকায় থাকতেই ইউএস-বাংলার (ফ্লাইট-২১১) বিমানটি ভূপৃষ্ঠের ২০০ ফুট কাছাকাছি নেমে আসে। এ সময় বিমানটির ল্যান্ডিং গিয়ার বের হয়ে থাকতে দেখা যায়। নেপালের স্থানীয় শিখরনিউজডটকমে বুধবার প্রকাশিত একটি ভিডিও নিয়ে দেশটির অপর এক সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বৃহস্পতিবার এই প্রতিবেদন ছাপে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code