ইউরোপের সংসদে প্রথম হিজাব পরা এমপি লায়লা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০১, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইউরোপের সংসদে প্রথম হিজাব পরা এমপি লায়লা

প্রকাশিত মার্চ ১৭, ২০১৯
ইউরোপের সংসদে প্রথম হিজাব পরা এমপি লায়লা

Manual1 Ad Code

লায়লা আলী এলমি। ৩১ বছরের মুসলিম নারী। উত্তর ইউরোপের দেশ সুইডেনের বিরোধী দল প্রগতিশীল গ্রিন পার্টির এমপি। দেশটির গোথেনবার্গ শহরের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা থেকে নির্বাচিত। লায়লা আলী সুইডেনের পার্লামেন্টে প্রথম মুসলিম হিসেবে হিজাব পরে যোগদান করেন।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

অভিবাসী অধ্যুষিত অনুন্নত এলাকা থেকে লায়লা আলী এমপি নির্বাচিত হন। এ অঞ্চলে বেকারত্বের পাশাপাশি শিক্ষার নিম্নমানসহ গৃহায়ন সমস্যা প্রকট। সুইডেনের রাজনীতিতে জড়িত হওয়ার পর থেকেই তিনি অভিবাসী সমস্যা, বেকরাত্ব নিরসনে স্থানীয় শ্রমিক সংগঠনের সঙ্গে কাজ করেন।

 

Manual2 Ad Code

প্রাতিষ্ঠানিক চাকরি ও অন্যান্য অধিকার লাভে বর্ণবাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে এ নারী এমপিকে।

 

Manual5 Ad Code

উল্লেখ্য য, ৩১ বছর বয়সী অভিবাসী লায়লা দুই বছর বয়সে যুদ্ধ কবলিত আফ্রিকার দেশ সোমালিয়া থেকে বাবা-মায়ের সঙ্গে পালিয়ে সুইডেন আসে। সুইডেনের সমাজ ব্যবস্থায় বর্ণবাদ সমস্যা মারাত্মক। বর্ণবাদ সমস্যা দূরীকরণে গুরুত্বের সঙ্গে কাজ করেন লায়লা আলী এমপি। সুইডেনে লায়লা আলী এলমির সাফল্যে অভিবাসীরাও উজ্জীবিত।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code