শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে আমিরাত প্রবাসীদের মতবিনিময় – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২৮, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে আমিরাত প্রবাসীদের মতবিনিময়

প্রকাশিত মার্চ ২৪, ২০১৯
শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে আমিরাত প্রবাসীদের মতবিনিময়

Manual1 Ad Code

সংযুক্ত আরব আমিরাত সফররত শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে মতবিনিময় করেছেন আমিরাত ও দুবাই প্রবাসী বাংলাদেশিরা।

 

স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির আমিরাতে প্রবাসী সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি’ এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইমরান ও ‘বাংলাদেশ সমিতি ইউএই’ এর সভাপতি মোয়াজ্জেম হোসেন, বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি শওকত আকবর।

 

Manual7 Ad Code

মন্ত্রী  তার বক্তব্যে আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দেশটির আইন-কানুন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, “বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর সারা বাংলাদেশে এবং মিশনগুলোর মাধ্যমে ‘মুজিব বর্ষ’ পালন করা হবে।”

 

পরদিন শনিবার রাতে দুবাইয়ের একটি হোটেলে চট্টগ্রাম প্রবাসীদের আরেকটি অনুষ্ঠানে অংশ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।

 

Manual3 Ad Code

এতে বিশেষ অতিথি ছিলেন ‘বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি’ এর সভাপতি ইফতেখার হোসেন বাবুল ও দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code