দৌলতখানে ৮ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:০০, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দৌলতখানে ৮ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা

ADMIN, USA
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২০
দৌলতখানে ৮ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা

দৌলতখান (ভোলা) :
ভোলার দৌলতখানে পবিত্র মাহে রমজান ও করোনাভাইরাসকে পুঁজি করে অধিক মূল্যে ভোগ্য পন্য বিক্রি ও মূল্য তালিকা না টানানোর দায়ে ৮ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র কুমার নাথ দৌলতখান বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতেরমাধ্যমে এসব জরিমানা করেন।
এসময় অধিক মূল্যে ভোগ্য পন্য বিক্রির দায়ে নাহার ষ্টোরকে ২০ হাজার , সবজি ব্যবসায়ী কামালকে ২ হাজার, মুড়ি ব্যবসায়ী মিঠুনকে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় তালুকদার ষ্টোরকে ৫ হাজার, মনির ষ্টোরকে ৫ হাজার, সালাউদিন ষ্টোরকে ৫ হাজার, কাচা মালের আড়তদার ইব্রাহীমকে ৫ হাজার ও সামছুউদ্দিন আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার তানবীর আহসান, দৌলতখান থানার এস আই মোঃ মোস্তফাসহ নৌবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।