আবারও প্রশংসিত ভূমি – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৮, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আবারও প্রশংসিত ভূমি

প্রকাশিত অক্টোবর ৮, ২০২০
আবারও প্রশংসিত ভূমি

Manual8 Ad Code

এ বছরের প্রথমদিকে তখনও ভয়ঙ্কর মহামারী করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেনি পৃথিবীব্যাপী। ২১ ফেব্রুয়ারি, একই দিনে ভূমি পেডনেকার অভিনীত দুটি নতুন সিনেমা ‘শুভ মঙ্গল জেয়াদা সাবধান’ এবং ‘ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেডশিপ’ মুক্তি পায়। প্রথমটিতে খুব স্বল্পসময়ের জন্য তাকে দেখা গেলেও দ্বিতীয়টিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমা দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার সময়ে করোনা মহামারী ছড়িয়ে পড়ায় তার অভিনীত ছবি দুটি তেমন সাফল্য পায়নি। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ভূমি অভিনীত নতুন সিনেমা ‘ডলি কিটি আউর ওহ চমকতে সিতারে’। একতা কাপুর প্রযোজিত বালাজি টেলিফিল্মসের ভিন্নধাঁচের ছবিটি পরিচালনা করেছেন অলংকৃতা শ্রীবাস্তব। ইয়াশরাজ ফিল্মস-এ এসিস্ট্যান্ট কাস্টিং ডিরেক্টর হিসেবে ছয়-সাত বছর একটানা কাজ করার পর রূপালী পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে প্রথম অভিনীত সিনেমাতেই বাজিমাত করেছিলেন ভূমি পেডনেকার। ‘দম লাগাকে হাইসা’ ছবিতে এক সাধারণ গ্রাম্য স্থূল শরীর গৃহবধূর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে প্রথম উপস্থিত হয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন। সাধারণত গ্ল্যামারাস ইমেজের চমক নিয়ে নতুন নায়িকাদের আত্মপ্রকাশ ঘটে বলিউডে। অথচ সেখানে অতিরিক্ত সূ্থলকায় সাধারণ গ্রাম্য গৃহবধূর চরিত্রে সাদামাটা ইমেজে প্রথম রূপালী পর্দায় উপস্থিত হয়ে রীতিমতো দুঃসাহসের পরিচয় দিয়েছিলেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code