রংপুরে পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতি ও স্মারকলিপি প্রদান – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:৫৯, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

রংপুরে পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতি ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত নভেম্বর ২০, ২০২০
রংপুরে পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতি ও স্মারকলিপি প্রদান

Manual4 Ad Code

জালাল উদ্দিন, রংপুর ॥
রংপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন লিমন রহমানের উপর পুলিশি হামলার ঘটনায় তিনটি তদন্ত কমিটি হলেও হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এঘটনায় ফুঁসে উঠেছে রংপুরের সাংবাদিক সমাজ। সংবাদকর্মীর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন, স্মারকলিপি প্রদানসহ প্রতিবাদ সভা করা হয়েছে।
বুধবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে এক ঘণ্টার কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে বেলা দুইটার দিকে পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসব কর্মসূচির আয়োজন করে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)। এতে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে অংশ নেন।
এদিকে পুলিশি হামলা ও লাঠিচার্জে গুরুতর আহত লিমন রহমানের শরীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হতে পারে জানা গেছে। বর্তমানে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশি হামলার ঘটনায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। সাংবাদিক পেটানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে এএসআই সায়েমকে সাময়িক বরখাস্ত করেছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

Manual7 Ad Code

এদিকে বুধবার সকালে রংপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা করে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এতে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, রিপোর্টার্স ইউনিটি, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেন।

Manual2 Ad Code

সভায় টিসিএ’র সভাপতি শাহ্ নেওয়াজ জনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু, সহ-সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক রফিক সরকার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রংপুর প্রতিনিধি নজরুল ইসলাম রাজু, টিসিএ’র সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ।
বক্তারা পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পুলিশের বেঁধে দেয়া ৭২ ঘন্টার মধ্যে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সাংবাদিক সমাজ। এরপর রংপুর প্রেসক্লাবের সামনে প্রধান সড়কের ক্যামেরা, কলম, মোবাইল ফোন রেখে ১ ঘন্টার কর্মবিরতি পালন শেষে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করে টিসিএ’র নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের ছবি তোলার সময় ইন্ডিপেনডেন্ট টিভি’র ক্যামেরা পার্সন লিমন রহমানের সাথে বাকবিতন্ডা এক পর্যায়ে সংঘবদ্ধ পুলিশ সদস্যরা তাকে প্রকাশ্যে লাঠিচার্জসহ লাথি মেরে গুরুতর আহত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code