জিয়ার ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট, আর আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ: শেখ পরশ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৩২, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

জিয়ার ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট, আর আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ: শেখ পরশ

newsup
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২
জিয়ার ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট, আর আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ: শেখ পরশ

Manual5 Ad Code

মনসুর আহমেদ, হবিগঞ্জ:- আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, জিয়ার ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট। আর আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বিএনপি জনগণের কাছে ভোট চাইতে ভয় পায়, তাই তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ নয়। মনে রাখতে হবে আমাদের প্রকৃত শত্রু, গণতন্ত্রের শত্রু বিএনপি-জামায়াত।

গতকাল বিকালে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ পরশ এসব কথা বলেন।
যুবলীগের চেয়ারম্যান আরও বলেন, বিএনপি যদি সহিংসতা করে তাহলে আমরাও শক্তি প্রয়োগ করতে বাধ্য হব।
জেলা যুবলীগের সভাপতি ও যুব সমাজের আইকন  আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হুসেন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, গাজী মো. শাহনওয়াজ এমপি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এ সময় জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।

Manual4 Ad Code

উল্লেখ্য, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৮ বছর পর সম্মেলন আয়োজন করায় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনার শেষ ছিল না।

Manual8 Ad Code

এবারের সম্মেলনে সভাপতি প্রার্থী হলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ সহ ৭জন। সাধারণ সম্পাদক প্রার্থী তাজ উদ্দিন আহমেদ তাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, ডাঃ ইশতিয়াক চৌধুরী রাজ সহ ৬জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code