ডেস্ক নিউজ: মধ্যরাত থেকে অপেক্ষায় থাকার পরও পণ্য না পাওয়া, এক ওয়ার্ডের বাসিন্দা অন্য ওয়ার্ডে তালিকাভুক্ত হওয়া, ডিলারদের স্বজনপ্রীতি ও অসদাচরণসহ নানান রকমের অভিযোগের কথা জানিয়েছেন টিসিবির পণ্য কিনতে আসা ক্রেতারা। তারা বলেন, ‘পণ্য বিতরণে কোনও শৃঙ্খলা নেই। নিতেও ভোগান্তি পোহাতে হয়।’
আজ শনিবার রাজধানীর মিরপুরের কয়েকটি টিসিবি পণ্যের বিক্রয় কেন্দ্র ঘুরে এসব অভিযোগের কথা জানা যায়।
মিরপুর ১১ এর বাউনিয়াবাঁধ এলাকায় রাত তিনটার দিকে টিসিবির পণ্য নিতে বিক্রয় কেন্দ্রের সামনে অপেক্ষায় ছিলেন বৃদ্ধ মো. আতিক। পরিবারের অন্যান্য সদস্যরা গার্মেন্টস ও রিক্সা চালনার সঙ্গে যুক্ত। অবসর থাকায় তিনি চলে এসেছেন টিসিবির পণ্য নিতে।
আক্ষেপ করে মো. আতিক বলেন, ‘গতকাইল আইসা পাঁচ ঘণ্টা দাঁড়ায়া থাইকা পাই নাই। আজকে ভোর রাইতে আইছি, সকাল হওয়ার আগেই মাইনসের ভিড়৷ এহন আবার সিরিয়াল নেয়া লাগবো। দেখেন কি ঠেলাঠেলি লাগায়। কেউ কারও দিকে মায়া দেখায় না।’
সচরাচর ডিলাররা টিসিবি থেকে পণ্য আনার তিন দিনের মধ্যেই সব বিক্রি করে দেয়। আরও বেশি সময় ধরে এসব পণ্য বিক্রির আবেদন জানিয়ে ওই বৃদ্ধ বলেন, ‘প্রত্যেকদিন সিরিয়াল নম্বর ধরে ১০০ জন বা ২০০ জনকে পণ্য দিলে এত ভিড় লাগে না। এখন তো সবাই এক লগে আহে।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।