প্যারিসে সাংবাদিকদের সম্মানে লিগেল এইড ফ্রান্সের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:১৪, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্যারিসে সাংবাদিকদের সম্মানে লিগেল এইড ফ্রান্সের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

newsup
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৩
প্যারিসে সাংবাদিকদের সম্মানে লিগেল এইড ফ্রান্সের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

Manual2 Ad Code

সুফিয়ান আহমদ : প্যারিস

Manual2 Ad Code

ফ্রান্সে অভিবাসন ও প্রশাসনীক আইনী সহায়তাকারী এবং সাংবাদিকদের সম্মানে লিগ্যাল এইড ফ্রান্সের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার ক্যাথসীমাস্থ কুটুম বাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব সালেহ আহমেদ চৌধুরী , ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত মিউনিসিপালিটি কাউন্সিলর ও অফিওরার প্রেসিডেন্ট কৌশিক রাব্বানী খান, কমিউনিটি ব্যক্তিত্ব শাহিন আরমান চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক আলী হোসেনসহ ফ্রান্সে অভিবাসন নিয়ে কাজ করা বিভিন সংস্থার কর্নধার এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

ইফতার মাহিফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ফাহিম বদরুল হাসান।

লিগ্যাল এইড ফ্রান্সের এর প্রেসিডেন্ট আজাদ মিয়ার সঞ্চালনায়
ইফতার পরবর্তী আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন
কমিউনিটি ব্যক্তিত্ব শাহিন আরমান চৌধুরী, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক অপু আলম, আইনী সহায়তা সংস্থা’ আইসা’র প্রেসিডেন্ট ওবায়েদুল্লাহ কয়েস, মানবাধিকার কমিশনের সহসভাপতি মাহবুবুল হক কয়েছ, ইপিএস বাংলা কমিউনিটির প্রেসিডেন্ট আলান খান, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক এমসি রুমেল, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, ওয়েব নিউজ এর চেয়ারম্যান বদরুল বিন আফরোজ, মুক্ত খবর প্রতিনিধি বাদল, লিগ্যাল এইড এর সেক্রেটারি জাহিদুল ইসলাম সোহাগ, মন্ডিয়াল ট্রাভেলস এর পরিচালক ইব্রাহিম হাসান, গোলাপগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সালেহ আহমেদ প্রমুখ।

Manual8 Ad Code

বক্তারা বলেন, ফ্রান্স প্রবাসীদের বিভিন্ন আইনী সহায়তা দিতে সংস্থা গুলোকে একটি ফ্লাটফরমে আসা জরুরি। ফ্রান্সে নতুন আসা বাংলাদেশী অভিবাসন প্রত্যাসীরা যাতে প্রতারনার শিকার না হয় সেজন্য আইনী সহায়তা সংস্থা গুলোকে ভুমিকা রাখতে হবে। এক্ষেত্রে নতুন আগমনকারী বাংলাদেশিদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি মাসে সমন্বিত ভাবে সেমিনার আয়োজন করতে হবে। ফ্রান্সে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সাথে যোগাযোগ বৃদ্ধি করে নতুন আইনী তথ্য গুলো প্রচার করতে হবে। বক্তারা আরও বলেন,বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিতে আইন সহায়তা সংস্থার দায়িত্ব অপরিসীম। বক্তারা ইফতার মাহফিল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সভা আয়োজনের জন্য লিগ্যাল এইডকে ধন্যবাদ জানান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code