প্যারিস (ফ্রান্স) : ঈদ উৎসবে প্যারিস মাতাতে আসছেন বাংলাদেশি ব্যান্ড তারকা ও সঙ্গীত পরিচালক ভয়েস অব মাইলস’র শাফিন আহমেদ।বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্সের উদ্যোগে রবিবার (৩০ এপ্রিল) বিকাল ৩ টায় প্যারিসের অভিজাত থিয়েটার ‘থেয়াত দো জিমনেস মারি-বেল’-হলে ঈদ উৎসবের এ মেগা কনসার্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় এ উৎসব মঞ্চে সাথে থাকছেন শিল্পী মেহরাব, ওয়াহিদ ও নাজু আখন্দ। এছাড়া প্যারিসের স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন।
এদিকে উৎসবকে সফল করার লক্ষে বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্সের উদ্যোগে রবিবার বিকালে
প্যারিসে ক্যাথসীমাস্থ বটতলা রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শাহ আলম মায়া। অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বাংলা মিডিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সিনিয়র সহসভাপতি হোসেন সালাম রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক অপু আলম, অজয় দাস, অর্থ সম্পাদক দবির আহমদ, অফিওরা পরিচালক কৌশিক রাব্বানী, বিসিএফ’র পরিচালক এমডি নুর প্রমুখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।