ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়নের চিন্তা বাদ, ইরানে ঝুঁকছে সৌদি আরব

Daily Ajker Sylhet

newsup

১৪ অক্টো ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ণ


ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়নের চিন্তা বাদ, ইরানে ঝুঁকছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পরিকল্পনা স্থগিত করেছে সৌদি আরব। বিষয়টি যুক্তরাষ্ট্রকেও জানিয়ে দিয়েছে রিয়াদ। এ অবস্থায় ইরানের সঙ্গেই সম্পর্ক জোরদারে মন দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংস্থাটি শুক্রবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল-হামাস যুদ্ধের জেরে সৌদি আরবের পররাষ্ট্রনীতিতে দ্রুত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সহিংসতা বৃদ্ধি মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ।

এছাড়া, সাম্প্রতিক পরিস্থিতি সৌদি আরবকে ইরানের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। সম্প্রতি ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।