টেলিগ্রামে আসছে মাস্কের এআই চ্যাটবট – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:২৯, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

টেলিগ্রামে আসছে মাস্কের এআই চ্যাটবট

editorbd
প্রকাশিত মে ২৯, ২০২৫
টেলিগ্রামে আসছে মাস্কের এআই চ্যাটবট

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের সঙ্গে অংশীদারত্বে যাচ্ছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান এক্সএআই। এই অংশীদারত্বের আওতায় ব্যবহারকারীরা টেলিগ্রামেই ব্যবহার করতে পারবেন এআই চ্যাটবট গ্রোক। সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চুক্তির অংশ হিসেবে এক্সএআই প্রতিষ্ঠান নগদ ও শেয়ারের সমন্বয়ে টেলিগ্রামকে ৩০০ মিলিয়ন ডলার দেবে। এর মাধ্যমে এক বিলিয়নের বেশি ব্যবহারকারীর টেলিগ্রাম প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় এক্সএআই।

Manual5 Ad Code

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ জানান, এটি একটি এক বছরের চুক্তি। এআই চ্যাটবট ব্যবহারের মাধ্যমে টেলিগ্রামে যে সাবস্ক্রিপশন বিক্রি হবে, তার ৫০ শতাংশ আয় পাবে টেলিগ্রাম। তবে দুরভ নিশ্চিত করেছেন, ব্যবহারকারীরা গ্রোকের সঙ্গে যেসব তথ্য সরাসরি শেয়ার করবেন, কেবল সেগুলোরই অ্যাকসেস পাবে এক্সএআই।

Manual8 Ad Code

তবে প্রযুক্তি বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এই অংশীদারত্বের ফলে নিজেদের এআই মডেল উন্নয়নে মূল্যবান ডেটা পেতে পারে এক্সএআই। কারণ, মানসম্মত ওপেন-সোর্স ডেটা ক্রমেই কমে আসছে। এ কারণে মেটার মতো প্রতিষ্ঠানগুলোও এখন ব্যবহারকারীদের সঙ্গে বটের কথোপকথন থেকে তথ্য সংগ্রহ করে নিজেদের মডেল প্রশিক্ষণ দিচ্ছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ব্যবহারকারীদের পাবলিক পোস্ট এআই প্রশিক্ষণে ব্যবহার করা হয়। তবে টেলিগ্রামে এক্সএআই-ও একইভাবে ডেটা ব্যবহার করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

চলতি বছর এআই অবকাঠামো ও আর্থিক পরিষেবায় একাধিক চুক্তিতে যুক্ত হয়েছে এক্সএআই। তবে টেলিগ্রামের সঙ্গে অংশীদারত্ব নিয়ে প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

Manual1 Ad Code

টেলিগ্রামে দেওয়া এক পোস্টের জবাবে ইলন মাস্ক জানিয়েছেন, এখনো কোনো চুক্তি সই হয়নি। এর জবাবে পাভেল দুরভ জানান, চুক্তিটি নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে, তবে আনুষ্ঠানিকতা এখনো বাকি।

এক বিলিয়নের বেশি ব্যবহারকারীর টেলিগ্রাম প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান আরও জোরদার করতে চায় এক্সএআই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অধিগ্রহণ করেছে এক্সএআই। এটি এক্সআইকে এআই প্রশিক্ষণের জন্য অতিরিক্ত তথ্যভান্ডার সরবরাহ করতে পারে।

Manual2 Ad Code

চলতি বছর এক্সএআই আরও কয়েকটি বড় অংশীদারত্বে যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে—এআই অবকাঠামো এবং আর্থিক খাতে কাজ করা সংস্থাগুলোর সঙ্গে চুক্তি।

ডেস্ক: এন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code