মেকি হাসি চেনার উপায় জানালেন বিজ্ঞানীরা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:২৯, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মেকি হাসি চেনার উপায় জানালেন বিজ্ঞানীরা

editorbd
প্রকাশিত জুন ২, ২০২৫
মেকি হাসি চেনার উপায় জানালেন বিজ্ঞানীরা

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

হাসি মানুষের সহজাত এক অভিব্যক্তি। কখনো তা আনন্দের, কখনো সৌজন্যের, আবার কখনো নিছক সামাজিক দায়বদ্ধতা থেকে করা একপ্রকার মুখোশ। আমরা প্রতিদিনই নানা ধরনের হাসিমাখা মুখ দেখি। তবে সব হাসিই আসল হাসি নয়। অনেক সময় মুখে হাসি থাকলেও চোখে থাকে না এক ফোঁটা উষ্ণতা। ঠিক তখনই আমাদের মন বলে ওঠে—‘কিছু একটা গড়বড় আছে।’ আসল আর নকলের এই সূক্ষ্ম পার্থক্য রয়েছে। হাসিকে আসল বা মেকি বলে মনে হওয়ার পেছনের কারণটি লুকিয়ে আছে মুখের পেশি, স্নায়ুবিজ্ঞান আর আবেগের আন্তরিকতায় এক চমকপ্রদ মিশেলে।

আসল বনাম কৃত্রিম হাসি

সব হাসি এক নয়। বিজ্ঞানের ভাষায়, অন্তত দুটি আলাদা ধরনের হাসি আছে। একটিকে বলে ডুশেন স্মাইল (Duchenne smile), যেটা আসে মনের গভীর থেকে। আরেকটি ‘নন-ডুশেন স্মাইল (non-Duchenne smile), যা সামাজিক সৌজন্য বা কৌশলগত কারণে করা হয়।

ডুশেন হাসির নামকরণ করা হয়েছে ফরাসি স্নায়ুবিজ্ঞানী গিয়োম ডুশেন দ্য বুলোনির নামে। এই হাসিতে দুটি মূল পেশি কাজ করে।

প্রথমত, মুখের কোণের দিকে থাকা ‘রিজোরিয়াস’ ও ‘জাইগোমেটিকাস মেজর’ নামের পেশিগুলো ঠোঁটকে টেনে তোলে।

দ্বিতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘অরবিকুলারিস অকুলি’—চোখের চারপাশের পেশি, যা সংকুচিত হয়ে চোখে কুঁচকে রেখা তৈরি করে।

কৃত্রিম হাসিতে সাধারণত শুধু মুখের পেশি সক্রিয় হয়। চোখ থাকে নিরাবেগ। তাই এমন হাসি দেখে মনে হয় যান্ত্রিক—ভদ্রতা বা চাপা আবেগের মুখোশমাত্র।

হাসির স্নায়ুবিজ্ঞান

দুই ধরনের হাসিই মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণকারী সপ্তম করোটির স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। তবে পার্থক্যটা হয় উৎসে। আসল হাসি আসে মস্তিষ্কের আবেগ-নিয়ন্ত্রক অংশ ‘লিম্বিক সিস্টেম’ থেকে, বিশেষ করে ‘অ্যামিগডালা’ নামক অংশ থেকে।

Manual4 Ad Code

অন্যদিকে কৃত্রিম হাসি আসে সচেতন নিয়ন্ত্রণে ‘মোটর কর্টেক্স’ থেকে। মানে হলো, সত্যিকারের হাসি ইচ্ছা করলেও কৃত্রিম বানানো যায় না। চোখের আশপাশের অরবিকুলারিস অকুলি পেশি কেবল তখনই সঠিকভাবে সংকুচিত হয়, যখন অভ্যন্তরীণ আবেগ তা সৃষ্টি করে। এ জন্য অভিনেতারাও বাস্তব অভিজ্ঞতা মনে করে বা ‘মেথড অ্যাক্টিং’-এর মাধ্যমে সে আবেগকে ডাকতে হয়।

চোখেই লুকিয়ে সত্য

মানুষের মস্তিষ্ক দারুণভাবে পারদর্শী সত্যিকারের আবেগ চিনতে। এমনকি ১০ মাস বয়সী শিশুদের মাঝেও গবেষণায় দেখা গেছে, তারা আসল আর নকল হাসির পার্থক্য বুঝতে পারে।

এই দক্ষতা আমাদের পূর্বপুরুষদের মাঝে টিকে থাকার উপায় ছিল—কে বন্ধু, কে প্রতারক, তা বোঝার জন্য।

Manual8 Ad Code

মুখাবয়ব পড়তে ও অভিব্যক্তি বিশ্লেষণ করতে ‘ফুসিফর্ম গাইরাস’ ও ‘সুপেরিয়র টেম্পোরাল সালকাস’ নামক মস্তিষ্কের অংশ একসঙ্গে কাজ করে।

সামাজিক হাসির গুরুত্ব ও চ্যালেঞ্জ

নকল হাসি মানেই খারাপ কিছু নয়। বরং এগুলো সমাজে শান্তি বজায় রাখে, সৌজন্য রক্ষা করে, বিবাদ ঠেকায়, সম্মান দেখায়।

তবে দীর্ঘদিন এই ধরনের আবেগবিহীন হাসি ‘পরিধান’ করলে মানসিক চাপ বাড়ে। একে বলা হয় ‘ইমোশনাল লেবার’।

Manual2 Ad Code

গবেষণায় দেখা গেছে, যাঁরা চাকরিতে জোর করে হাসতে বাধ্য হন—বিশেষ করে কাস্টমার সার্ভিসে—তাদের মানসিক চাপ, হৃদ্‌রোগের ঝুঁকি ও অবসাদ বেড়ে যায়।

কৃত্রিম মুখ ও ভবিষ্যতের চ্যালেঞ্জ

এখন এআই যুগে কৃত্রিম মুখ তৈরি হচ্ছে—চ্যাটবট, ভার্চুয়াল সহকারী ইত্যাদি। তাদের মুখে হাসি বসানো সহজ, তবে চোখে কৃত্রিম সেই রেখা দেওয়া কঠিন। সে জন্য এখনো মানবদেহের অরবিকুলারিস অকুলিই রয়ে গেছে সত্যিকারের হাসির মানদণ্ড। পরের বার যখন কারও হাসি বিশ্লেষণ করবেন—মুখের দিকে নয়, চোখের দিকে তাকান।

ডেস্ক: এন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code