আইসের হাতে আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:০১, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আইসের হাতে আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার

newsup
প্রকাশিত জুন ১৮, ২০২৫
আইসের হাতে আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার

আইসের হাতে আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual7 Ad Code

নিউইয়র্ক সিটি কম্পট্রোলার ও মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে ব্র্যাড ল্যান্ডারকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ফেডারেল হেফাজত থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ল্যান্ডারকে নিয়ে ফেডারেল ভবন থেকে নিউইয়র্ক গভর্ণর ক্যাথি হোকুল ও তার স্ত্রী ম্যাগ বারনেট বের হতে দেখা যায়। এর আগে তাকে ফেডারেল ভবনে আইসের হেফাজতে রাখা হয়েছিলো।
জানা গেছে, ক্যালিফোর্নিয়ায় সিনেটর অ্যালেক্স প্যাডিলাকে ফেডারেল এজেন্ট দ্বারা হাতকড়া পরানো ঘটনার রেশ কাটতে না কাটতে এবার নিউইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তার গ্রেপ্তারে ডেমোক্র্যোট নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিউইয়র্ক এর ফেডারেল প্লাজার ইমিগ্রেশন কোর্টে এক অভিবাসীকে আটকের সময় ওয়ারেন্ট দেখতে চাওয়ায় সিটি কম্পট্রোলার ও মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে মুখোশধারী ফেডারেল এজেন্টরা গ্রেপ্তার করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে লোয়ার ম্যানহ্যাটনের টুয়েন্টি সিক্স ফেডারেল প্লাজার ইমিগ্রেশন কোর্টের করি ডোর থেকে ব্র্যাড ল্যান্ডারকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তার গ্রেপ্তারে ডেমোক্র্যোট নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর আগে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যালেক্স প্যাডিলাকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিন নোমের সংবাদ সম্মেলন থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি করে। এছাড়াও ব্র্যাড ল্যান্ডারের এমন গ্রেপ্তারে ইমিগ্র্যাণ্ট কমিউনিটিতে ভয়ের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার কোর্টে মামলার আপিলের পর ল্যান্ডার ও তার দল এক অভিবাসীকে বাইরে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় মুখোশ পরা আইস এজেন্টরা ওই অভিবাসীকে আটক গেলে তখন ল্যান্ডার তাদের কাছে ওয়ারেন্ট দেখতে চান। ঠিক তখনই একজন এজেন্ট নির্দেশ দেন তাকেও ধরে নিয়ে চলো। এরপর ব্র্যাড ল্যান্ডারকে দেয়ালের সঙ্গে ঠেলে হাতকড়া পরায় আইস এজেন্টরা। এ সময় তার সাথে ওই অভিবাসীকেও গ্রেপ্তার করে নিয়ে যায়।
ল্যান্ডারের স্ত্রী মেগ বারনেট ওই সময় তার সাথে ছিলেন। বারনেট বলেন, ‘‘মুখোশধারী এজেন্টরা এক অভিবাসীকে আটকের চেষ্ঠাকালে ব্র্যাড তাদের কাছে ওয়ারেন্ট দেখতে চান। ঠিক ওই সময় ব্র্যাডকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়।’’
স্টেট অ্যাসেম্বলি মেম্বার ও মেয়র প্রার্থী জোহরান মামদানি বলেন, এটা শুধু ল্যান্ডারকে গ্রেপ্তার নয়, এটা আমেরিকান ও অভিবাসীদের মধ্যে ভীতি তৈরী করা। ল্যান্ডারকে গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এসিস্টেন্ট সেক্রেটারী ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান, “ব্র্যাড ল্যান্ডারকে ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।”
এদিকে তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এক বিবৃতিতে বলেন, “শুধু অভিবাসীদের অধিকার রক্ষায় দাঁড়ানোয় একজন নির্বাচিত প্রতিনিধিকে গ্রেফতার করা ক্ষমতার অপপ্রয়োগ। এটা এক ঘৃণ্য কাজ। ডেস্ক বিজে

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code