জেমসের সুরে দর্শক ঢলে মাতোয়ারা হ্যামট্রামিক – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:০৩, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

জেমসের সুরে দর্শক ঢলে মাতোয়ারা হ্যামট্রামিক

newsuk
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫
জেমসের সুরে দর্শক ঢলে মাতোয়ারা হ্যামট্রামিক

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : হ্যামট্রামিক শহরের জোসেফ ক্যাম্পু অ্যাভিনিউতে আয়োজিত ২৩তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালের মঞ্চে সংগীতের জাদুতে মাতালেন নগর বাউল জেমস। জেমস তার অসংখ্য জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। আয়োজক এসএনএস হোম লোন ও বাংলা ওয়ান টিভির উদ্যোগে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক মহোৎসবে ছিল বিপুল পরিমাণ দর্শকদের ঢল। অনুষ্ঠান শুরুর আগ থেকেই বিকেল থেকে মিশিগান রাজ্যের বিভিন্ন শহর ও আশপাশের অঙ্গরাজ্য থেকে দর্শকদের ঢল নামে। কানাডা থেকেও বহু মানুষ এই উৎসবকে উপভোগ করতে হাজির হন। জোসেফ ক্যাম্পু অ্যাভিনিউ সড়ক হয়ে উঠেছিল উপচেপড়া দর্শক সমাগমে। সঞ্চালনায় ছিলেন প্রাণবন্ত শিল্পী শারমীনা সিরাজ সোনিয়া। মঞ্চের সূচনা করেন মিশিগানের জনপ্রিয় গায়িকা পৃথা দেব। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী এবং মিশিগানের স্বনামধন্য ব্যান্ড ‘রিদম অব বাংলাদেশ’ তাদের অসাধারণ পরিবেশনায় সবাইকে বিমুগ্ধ করেন

Manual1 Ad Code

অনুষ্ঠানের আরেক আলোচিত মুহূর্ত ছিল চিত্রনায়ক জায়েদ খানের মঞ্চে প্রবেশ, যেখানে তিনি মোটরসাইকেল চালিয়ে সবাইকে অবাক করে দেন। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তারা একসঙ্গে নাচ এবং গান পরিবেশন করেন। বহু জনপ্রিয় গানের মাধ্যমে তারা দর্শকদের আনন্দে মাতিয়ে তুলেন। রাত ৯টায় মঞ্চে আসেন নগর বাউল জেমস। তার উপস্থিতি অর্থেই হয়ে ওঠে এক ভিন্ন মাত্রার উন্মাদনা। দুই ঘণ্টারও বেশি সময় ধরে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন। আয়োজকরা জানিয়েছেন, হ্যামট্রামিক শহরে এত বড় দর্শকসংখ্যায় অনুষ্ঠিত কোনো কনসার্ট এর আগে দেখা যায়নি। বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে সিটি পুলিশের তীক্ষ্ণ নজরদারি এবং আয়োজকদের অক্লান্ত পরিশ্রমের কারণে কনসার্টটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এটি শুধু একটি সাংস্কৃতিক মিলনমেলা ছিল না, বরং মিশিগানের বাঙালি সম্প্রদায়ের ঐক্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code