সানি লিওন এবার ইমোতে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:০১, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সানি লিওন এবার ইমোতে

প্রকাশিত মার্চ ৩১, ২০১৭
সানি লিওন এবার ইমোতে

Manual1 Ad Code

হলিউড মডেল কিম কার্দাশিয়ানকে দিয়ে শুরু, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিভিন্ন রকম ছবি প্রকাশ করতেন। তবে এ ছবির ধরন একটু ভিন্ন। অনলাইন জগতে একে ইমো বলে। এর আগে বলিউডে নিজের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোনম কাপূর।

এ বার সামনে এলেন সানি লিওন। নিজের বিভিন্ন মুডের ছবির স্টিকার ইমোজি আকারে শেয়ার করলেন সোশ্যাল ওয়ার্ল্ডে।

Manual5 Ad Code

আসলে ‘ইমোজিফাই’ নামের একটি অ্যাপের পার্টনার নায়িকা। সে কারণেই তাঁর এই নয়া পদক্ষেপ বলে মনে করছেন বলিউড শোবিজের একটা বড় অংশ। এই অ্যাপ ডাউনলোড করলেই আপনার মোবাইলে পেতে পারেন সানির নানা অঙ্গ-ভঙ্গিমার ইমো।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code