সানি লিওন এবার ইমোতে
৩১ মার্চ ২০১৭, ০৮:০২ অপরাহ্ণ

হলিউড মডেল কিম কার্দাশিয়ানকে দিয়ে শুরু, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিভিন্ন রকম ছবি প্রকাশ করতেন। তবে এ ছবির ধরন একটু ভিন্ন। অনলাইন জগতে একে ইমো বলে। এর আগে বলিউডে নিজের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোনম কাপূর।
এ বার সামনে এলেন সানি লিওন। নিজের বিভিন্ন মুডের ছবির স্টিকার ইমোজি আকারে শেয়ার করলেন সোশ্যাল ওয়ার্ল্ডে।
আসলে ‘ইমোজিফাই’ নামের একটি অ্যাপের পার্টনার নায়িকা। সে কারণেই তাঁর এই নয়া পদক্ষেপ বলে মনে করছেন বলিউড শোবিজের একটা বড় অংশ। এই অ্যাপ ডাউনলোড করলেই আপনার মোবাইলে পেতে পারেন সানির নানা অঙ্গ-ভঙ্গিমার ইমো।