
আব্দুল হান্নান ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ যুক্তরাজ্যের কভেন্ট্রি বিএনপির ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছেন। সম্প্রতি যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। নতুন এই কমিটির সভাপতি হয়েছেন জামিউল ইসলাম জামিল আর সাধারণ সম্পাদক হয়েছেন মেহরাব উদ্দিন। এবং একইসাথে আফজাল খান লাকি প্রধান উপদেষ্টা ও এজাজ আহমেদকে প্রথম উপদেষ্টা করে দুই সদস্য বিশিষ্ট আংশিক উপদেষ্টা কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবু হোসেন জুনেল,সহ-সভাপতি শাহ মাহবুব সহ-সভাপতি ও তোফাজ্জল হোসেন মান্না, যুগ্ম সম্পাদক সাজ্জাদ আলী, কামরুল হাসান শিমুল,সোহেল রানা,ইনাম আহমেদ ও মোঃ সালাহ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী,সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন বিপুল এবং ১ম কার্যনির্বাহী সদস্য শামীমুর রহমান শামীম।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।