রাজু আহমেদ ঃ বাঙালী আহমেদুল হক এমবিই ওয়েষ্ট মিডল্যান্ডসের সান্ডওয়েল কাউন্সিলের প্রথম বাংলাদেশী মেয়র নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধিত করেছে যুক্তরাজ্যের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার বার্মিংহাম। গত ২২ মে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ইকবাল বানুকুয়েটিং হলে এই সংবর্ধনা প্রদান করা হয়। কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সংবর্ধনায় বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের আলহাজ্ব নাসির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই‘র পরিচালনায় সংবর্ধিত মেয়র আহমেদুল হক এমবিই ছাড়াও প্রধান অতিথি হিেিসব যোগ দেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইন। বক্তব্য রাখেন কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই,সাবেক রাষ্ট্রদূত তজাম্মুল হক টনি এমবিই,আলহাজ্ব ফিরোজ খান,মোঃ গাবরু মিয়া,কামরুল হাসান চুনু,কাজী আঙ্গুর মিয়া,মোস্তফা চৌধুরী যুবরাজ,মাহবুবুল আলম চৌধুরী মাখন,আলহাজ্ব আব্দুল কাদির আবুল,সৈয়দ জমশেদ আলী,আলহাজ্ব আব্দুল ওয়াদুধ,আলহাজ্ব আজির উদ্দিন আবদাল,আব্দুর রশীদ ভূইয়া,আব্দুর রশীদ,আব্দুল গণি চৌধুরী,আব্দুল কাশেম মোহাম্মদ ইকবাল,আনহার আলী,এমদাদুর রহমান সুয়েজ,হুসাম উদ্দিন আল হুমায়দী,এমদাদ হোসেইন প্রমূখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।