রাজু আহমেদ ঃ যুক্তরাজ্য সফররত ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার সাথে মতবিনিময় সভা করেছে বার্মিংহাম সৈয়দপুর শামসিয়া সমিতি। বার্মিংহামে বসবাসরত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেরার সৈয়দপুর প্রবাসী ছাড়াও কমিউনিটির বিভিন্ন স্থরের নেতেৃবৃন্দের উপস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর বার্মিংহামের স্মলহীথের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় যোগ দিয়ে সৈয়দ জগলুল পাশা প্রবাসে বেড়ে উঠা মেধাবী প্রজন্মের সাথে বাংলাদেশের সাথে সংযোগ সৃষ্টির উপড় গুরুত্বারোপ করেন। সিলেট,ঢাকা,কলকাতা ও আমেরিকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সিলেট উৎসব অনুষ্ঠানের কথা উল্লেখ করে আগামী এক বছরের মধ্যে যুক্তরাজ্যেও এধরনের আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সৈয়দ সেলিম মিয়ার সভাপতিত্বে ও হাফিজ মাওলানা সৈয়দ কফিল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সৈয়দ আব্দুর রউফ,সৈয়দ আলি হাসান,সৈয়দ আনাস পাশা,সৈয়দ আসাদ, সৈয়দ শাহরিয়া, সৈয়দ কিবরিয়া, সৈয়দ হামজা,সৈয়দ রিয়াদ প্রমূখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।