মিলান কনস্যুলেটে গণহত্যা দিবস পালন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:৫৭, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মিলান কনস্যুলেটে গণহত্যা দিবস পালন

প্রকাশিত মার্চ ২৭, ২০১৯
মিলান কনস্যুলেটে গণহত্যা দিবস পালন

Manual3 Ad Code

ইতালি প্রতিনিধি

Manual4 Ad Code

২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মিলান কনস্যুলেট।সোমবার কনস্যুলেট  অফিসে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর্ আন  তেলাওয়াত ও সকল শহীদদের স্মরণে রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।শুরুতেই রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন  কনসাল শামসুল আহসান ,পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র সচিব এর বাণী পাঠ  করেন ভাইস কনসাল রফিকুল করিম।

দিবসের উপর আলোচনা করেন মিলান কনস্যুলেট  এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ। ২৫ মার্চে ঘটে যাওয়া গণহত্যা সম্পর্কে বলেন, ‘১৯৭১ সালের এই দিনে ঢাকায় ঘটেছিল মানবসভ্যতার ইতিহাসে কলঙ্কিত হত্যাকাণ্ড। এই দিনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দানের জন্য বিশেষ করে ইতালি প্রবাসীদের কাজ করার অনুরোধ করেন।’‘গৌরবান্বিত বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাসের পেছনেই রয়েছে এই ভয়াল কাল রাত। আর তাই মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে আহ্বান জানান।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code