বাংলাদেশসহ ১৬ দেশের নাগরিকদের ইতালি প্রবেশে বাড়ল নিষেধাজ্ঞা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:৫১, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বাংলাদেশসহ ১৬ দেশের নাগরিকদের ইতালি প্রবেশে বাড়ল নিষেধাজ্ঞা

প্রকাশিত আগস্ট ১১, ২০২০
বাংলাদেশসহ ১৬ দেশের নাগরিকদের ইতালি প্রবেশে বাড়ল নিষেধাজ্ঞা

Manual7 Ad Code

ইতালিতে বাংলাদেশসহ ১৬ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে।

Manual8 Ad Code

 

ইতালি সরকার এ সংক্রান্ত একটি আদেশের মাধ্যমে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে।

স্থানীয় সময় শনিবার এ আদেশ জারি করা হলে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের জারি করা আদেশটি রোববার থেকে কার্যকর শুরু হয়। নতুন আদেশে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ দেশের নাগরিকরা ইতালিতে প্রবেশ করতে পারবেন না।

ইতালিতে করোনার দ্বিতীয় ধাপে করোনার ভয়াল আঘাত থেকে রক্ষা পেতে সরকার এ সিদ্ধান্ত নেন দেশের জনগণের কল্যাণে।

নতুন এ আদেশে আফ্রিকার দেশ আলজেরিয়াকে এ তালিকা থেকে বাদ দেয়া হলেও বাংলাদেশসহ বাকি ১৬ দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা ১০ আগস্ট থেকে আবারও বাড়িয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়।

Manual4 Ad Code

 

অন্যদিকে ইতালির রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

Manual3 Ad Code

নিষেধাজ্ঞার তালিকায় থাকা উল্লেখযোগ্য দেশগুলো হলো- ওমান, উত্তর মেসিডোনিয়া, আরমেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, মালডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া।

ইউরোপিয়ান সময় অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

জানা গেছে, ইতালির সরকার প্রতি দুই সপ্তাহ পর পর বিশ্বের করোনা পরিস্থিতি বিবেচনা করে তার পর নিষেধাজ্ঞার তালিকায় পরিবর্তন আনতে পারে।

Manual6 Ad Code

মেয়াদ বাড়ানোর ফলে বাংলাদেশে আটকেপড়া কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির দুর্ভোগ বাড়ল। ইতিমধ্যে যাদের ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে তাদের হতাশাও বৃদ্ধি পেল।

এ ব্যাপারে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বলেন, বিমান চলাচলের জন্য আমরা সার্বক্ষণিক ইতালি সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছি। এ ব্যাপারে কোনো পরিবর্তন এলে তাৎক্ষণিক জানানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code