নিউজ ডেস্ক, নিউইয়র্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে ইনিংস পরাজয়ের হাতছানি। তবে অধিনায়ক জেসন হোল্ডারের ৬০ রানে ম্যাচটি অন্তত চারদিনে নিয়েছে সফরকারীরা। স্বাগতিক দলের ৪৬০ রানের জবাবে ক্যারিবীয়দের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৩১ রানে। ফলোঅনে পরা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনশেষে তুলেছে ৬ উইকেটে ২৪৪ রান। ইনিংস পরাজয় এড়াতে এখনো দরকার ৮৫ রান।
দ্বিতীয় ইনিংসের শুরুতে ৪১ রানে দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে ওপেনার জন ক্যাম্পবেলের ৬৮ রানে বিপর্যয় কিছুটা কাটিয়ে ওঠে দলটি। ২ উইকেটেই ১৩০ রান ওঠার পর ৪ রান যোগ হতে না হতেই আরও ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা। তবে জশুয়া ডা সিলভার সঙ্গে ৭৪ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ দলকে সম্মানজনক একটি জায়গায় নিয়ে আসেন হোল্ডার। ৬০ রানে অপরাজিত থেকে তিনি চতুর্থ দিন খেলা শুরু করবেন ২৫ রান করা সিলভাকে নিয়েই। এদিন নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সফল ট্রেন্ট বোল্ট। ৩ উইকেট পেয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া কাইল জেমিসন দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ২ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছেন টিম সাউদিও। দুই টেস্টের প্রথমটিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।