টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন বাবর! – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৫, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন বাবর!

প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২০
টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন বাবর!

Manual2 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। রোববার অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন তিনি। এ চোটের কারণে ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।

Manual4 Ad Code

এক বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, অনুশীলন করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন বাবর। এরপর তাকে কুইন্সটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে রিপোর্ট দেখে বোঝা গিয়েছে মাঠে তাৎক্ষণিক ফিরতে পারছেন না বাবর।

Manual8 Ad Code

২৬ ডিসেম্বর বে ওভালে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাবর থাকবেন না- সেটাও এখনো নিশ্চিত নয়।

Manual4 Ad Code

২০১৯ সাল থেকে টি-২০ ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সম্প্রতি ওয়ানডে দলের অধিনায়কত্বও পেয়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

বাবরের অনুপস্থিতিতে কিউইদের বিপক্ষে টি-২০ সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন শাদাব খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code