শপথ নিলেন ৯ বিচারপতি

Daily Ajker Sylhet

newsup

১৯ অক্টো ২০২১, ০২:২৪ অপরাহ্ণ


শপথ নিলেন ৯ বিচারপতি

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ৯ বিচারককে হাইকোর্টের বিচারক হিসেবে গতকাল সোমবার নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের ভাষ্য, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নয়জন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ করেছেন। শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে। আজ ৯ বিচারপতি শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

এর আগে ২০১৯ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নেন ৯ বিচারক। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা তাঁদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ৯ ব্যক্তিকে শপথ গ্রহণের দিন থেকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।