মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৩৭, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

newsup
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২১
মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় কুড়িগ্রাম ও সাতক্ষীরা জেলার ১৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সানাউল হক।

Manual6 Ad Code

তিনি জানান, শিগগির প্রতিবেদন দুটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর জমা দেয়া হবে। সোমবার (২৫ অক্টোবর) রাজধানী ধানমন ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

Manual5 Ad Code

সানাউল হক জানান, আজকে দুটি মামলার প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এর মধ্যে সাতক্ষীরা জেলার ৪ আসামির বিরুদ্ধে একটি মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। আসামি চার জনের মধ্যে আকবর আলী শেখ গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন আসামি পলাতক।

কুড়িগ্রাম জেলার ১৩ জনের বিরুদ্ধে ১৬ অভিযোগ আনা হয়েছে জানিয়ে তদন্ত সংস্থার প্রধান সানাউল হক বলেন, এর মধ্যে ১১ আসামি গ্রেপ্তার, বাকি দুজন পলাতক।

Manual4 Ad Code

তিনি আরও জানান, মামলায় তিন খণ্ডে ৩৭৫ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মামলার তদন্ত শুরু ২০১৮ সালের ৩০ জানুয়ারি। তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশনে দাখিল করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code