ইকবালসহ চারজন আরও ৫ দিনের রিমান্ডে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৪১, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইকবালসহ চারজন আরও ৫ দিনের রিমান্ডে

newsup
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২১
ইকবালসহ চারজন আরও ৫ দিনের রিমান্ডে

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার অভিযোগে গ্রেফতার ইকবাল হোসেনসহ চারজনকে আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

Manual5 Ad Code

শুক্রবার (২৯ অক্টোবর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ নম্বর আমলি আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা শুনানি শেষে আসামিদের এই রিমান্ড মঞ্জুর করেন।

সাতদিনের রিমান্ড শেষ হলে শুক্রবার দুপুরে ইকবালসহ চারজন আসামিকে আদালতে হাজির করে সিআইডি। এ সময় আরও অধিকতর তদন্তের জন্য সিআইডির সদস্যরা সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual1 Ad Code

সিআইডি, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক বলেন, ইকবালসহ চারজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই আমরা শুক্রবার আদালতের কাছে আরও ৭ দিনের রিমান্ড আবেদন করেছি। পরে বিচারক ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।’

Manual4 Ad Code

গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ ও মন্দির ভাঙচুর করা হয়। এ হামলা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি জেলায়। ভিডিও ফুটেজ দেখে মণ্ডপে কোরআন রাখা ঘটনায় ইকবালকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে কক্সবাজার থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code