ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৪৭, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী

newsup
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২২
ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের রিপল সেন্টার বার্কিংয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র ফারুক চৌধুরী, বিশেষ অতিথি রেডব্রিজের কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর সায়মা আহাম্মেদ, নিউহাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাব্বির হাসান, বরিশাল ফ্রেন্ড সোসাইটির সাধারণ সম্পাদক গাজী রফিক, ব্যারিস্টার তারেক চৌধুরীসহ বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিরা।

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইউসুফ আলী পলাশ। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ। সভা যৌথভাবে পরিচালনা করেন মনিরুজ্জামান খান টিপু ও আতিয়ার রসুল কিটন। এসময় প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ নতুন কমিটির (২০২২-২০২৪) সবাইকে পরিচয় করিয়ে দেন।

Manual4 Ad Code

সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ টুটুল, সিনিয়র সহ সভাপতি খন্দকার কামাল, সংগঠনের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম, উপদেষ্টা মামুন আহসান, মহসিন সিকদার বাবুল, সহ সভাপতি মফিজুল ইসলাম, কবিরুল ইসলাম কামাল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর খান, গোকুল দাস প্রমুখ।

Manual1 Ad Code

অনুষ্ঠানের তৃতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মুনা আহমেদ। সংগীত পরিবেশন করেন সাহনাজ সুমী, ফামিয়া খান, রানা, হান্নান খান, ইলভা ফিরোজ, মেহেদী হাসান বাবু এবং নিত্য পরিবেশনায় ছিল তাল তরঙ্গ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code