ডেস্ক নিউজ: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় হামলা, মামলা ও নির্যাতনের শিকার হন বাংলাদেশের মফস্বল সাংবাদিকরা। যা দিন দিন ক্রমান্বয়ে বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকদের উপর চালানো এসব নির্যাতনের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে শঙ্কিত ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব।
গত শনিবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হোসাইন আহমদ। তিনি বিশ্বব্যাপী মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার আন্দোলনের সংগঠন ‘ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম -সিএমএফ’ এর সভাপতি।
দৈনিক যুগান্তরে ধারাবাহিকভাবে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতির অনুসন্ধানীমূলক সংবাদ প্রকাশ করায় এই হামলা হয়েছে বলে ধারণা করছেন হোসাইন আহমদ।
ন্যাক্কারজনক এই হামলার পর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।