টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লিট ফিয়েস্তার পুরস্কার বিতরণ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৩৭, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লিট ফিয়েস্তার পুরস্কার বিতরণ

newsup
প্রকাশিত মে ১৫, ২০২৫
টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লিট ফিয়েস্তার পুরস্কার বিতরণ

Manual4 Ad Code

আজমল আহমদ রোমন

Manual2 Ad Code

আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগ আয়োজিত ২ দিনব্যাপী লিট ফিয়েস্তা সিজন-৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবু নাসের জাফর উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ এর প্রিন্সিপাল মোঃ আব্দুর রউফ তাপাদার। সূচনা বক্তব্য রাখেন আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত রিকজা।
শিক্ষা বিভাগের শিক্ষার্থী দিবা সিনহা ও নওয়াফ আবদুস সালেক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসি এর ডাইরেক্টর মোঃ জাকারিয়া হাবিব, বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান আবু সায়ীদ মুহাম্মদ আবদুল্লাহ, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শান্তা ইয়াসমিন, টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার জামাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক রুহামা চৌধুরী।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাসান আবেদীন জায়গীরদার। ক্লাবের প্রেসিডেন্ট হুমায়রা ফেরদৌসের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২ দিনব্যাপী আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগ আয়োজিত লিট ফিয়েস্তা সিজন-৩ উৎসবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল- কুইজ কনটেস্ট, ফিকশন রাইটিং, টাং টুইস্টার চ্যালেঞ্জ এবং হটসিট চ্যালেঞ্জ। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ডেস্ক জেবি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code