সরাসরি ভোটে ১০০ আসনে নারী সংসদ সদস্য নির্বাচন চায় এনসিপি – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০০, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সরাসরি ভোটে ১০০ আসনে নারী সংসদ সদস্য নির্বাচন চায় এনসিপি

newsup
প্রকাশিত জুন ৩, ২০২৫
সরাসরি ভোটে ১০০ আসনে নারী সংসদ সদস্য নির্বাচন চায়  এনসিপি

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনায় জাতীয় নাগরিক পার্টির তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশ নেয়। এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহবায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার।

সরকারের স্থিতিশীলতা ও সংসদ সদস্যদের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয় এনসিপি। অর্থবিল ও আস্থাভোট ব্যতিরেকে অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবে। সংবিধান সংশোধনীর ক্ষেত্রেও সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে বলে নিজেদের অবস্থান জানায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

প্রিভিলেজ কমিটি, পাবলিক একাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটিসহ স্বরাষ্ট্র, আইন ও বিচার, জনপ্রশাসন, শিক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে করার ওপর জোর দেয়া হয়। দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে স্থায়ী কমিটিগুলোর বন্টন করার প্রস্তাব রাখা হয়।

Manual8 Ad Code

সরাসরি ভোটে ১০০ আসনে নারী সংসদ সদস্য নির্বাচনের ব্যাপারে নীতিগতভাবে একমত হয় এনসিপি। একইসাথে ঐকমত্যের ভিত্তিতে নিশ্ছিদ্র পদ্ধতি যেন বাছাই করা হয় সে ব্যাপারেও মত দেয় এনসিপি।

ঐকমত্যের ভিত্তিতে এ বছরের জুলাই মাসের মধ্যে জুলাই সনদ প্রণয়ন এবং এর সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করার তাগিদও এনসিপির পক্ষ থেকে দেয়া হয়।

Manual4 Ad Code

বুধবার, ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে হয় । ডেস্ক বিজে

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code