মোঃ ছুরত মিয়া (টেইমসাইড প্রতিনিধি) ঃ হাইড আঞ্জুমানে আল ইসলাহের উদ্যোগে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়। গত ১ আগস্ট হাইড জামে মসজিদে এই সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। হাইড মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুনসুর খানের সভাপতিত্বে ও আঞ্জুমানে আল ইসলাহের হাইড শাখার সাধারণ সম্পাদক মৌলানা ক্বারী আব্দুল হামিদ এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী। বক্তব্য রাখেন মোঃ ফারুক আহমদ এমবিই, মোঃ মুজিবুল হক, মুনসিফ আলী, মোঃ আজাদ মিয়া, মোঃ ছাইফুল আলম-কয়ছর এবং আলী রেজা প্রমূখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।