মাহী মাসুম ঃ বাংলাদেশ ষ্টুডেন্টস ইউনিয়ন ইউকে‘র উদ্দ্যোগে ওল্ডহামে অনুষ্ঠিত হয়েছে ‘শাপলা সিটি ঈদ উৎসব’ -২০১৭। কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৯ আগষ্ট ওল্ডাহামের একটি হলে এই ঈদ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় কন্ঠশিল্পি মনির খান ও পলাশ ছাড়াও এই ঈদ উৎসবে লন্ডন এবং ব্রিটেনের অন্যান্য শহর থেকে আসা প্রতিথযশা শিল্পিদের মনোমুগ্ধকার পরিবেশনায় অনুষ্ঠিত ঈদ উৎসব সঞ্চালনা করেন ফারজানা আহমেদ ও মিনহাজ খান। নন্দিত শিল্পি রোজি সরকার, রাহেল চৌধুরী, সাজিদা কামাল শেফালী, ইফাত আরা ও শরিফসহ অন্যান্যরা গান গেয়ে দর্শদের মন জয় করেন। ম্যানচেষ্টারের এলসিবি‘র শিল্পি ও শিশু-কিশোররা মঞ্চ নাটক ও মনোজ্ঞ নৃত্য পরিবেশন ছিল দৃষ্টিনন্দন। অনুষ্ঠানের প্রথম পর্বে শিশু কিশোরদের সুন্দর করে বাংলা হাতের লেখা ও বাংলা কথা বলা ও চিত্রাঙ্খন প্রতিযোগীতা হয়। প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঈদ উৎসবের প্রধান অতিথি শেডো ইমিগ্রেশন সেক্রেটারী আফজাল খান এমপি। স্বাগত বক্তব্য রাখেন ওল্ডাহমের মেয়র কাউন্সিলর সাবাদ কুমের। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আবু নাসের ওহাব,ওল্ডাহামের ডেপুটি লিডার কাউন্সিলর আবদুল জব্বার, গ্রেটার ম্যানচেষ্টার বিএনপির সভাপতি কামাল আহমেদ,ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সভাপতি শাহ মুনীম প্রমূখ। আতাউল্লাহ খান ফারুকের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠিত এই ঈদ উৎসবে অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিলেন তাসলিমা তাজ, কানিজ ফাতেমা সহ অন্যান্যরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।