জাতীয় শোক দিবস উপলক্ষে নর্থ ইষ্ট আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনাস সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগষ্ট নিউকাসলের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এই আরোচনা সভায় সভাপতিত্বে করেন নর্থইষ্ট আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান আর পরিচালনা করেন সাধার নসম্পাদক সৈয়দ দুলাল। এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেন ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সভাপতি শ্হা আব্দল মুনিম। অতিথি হিসাবে বক্তব্য রাখেন সেলিম সিদ্দিকি,দবির আহমদ,সৈয়দ লতিফ,গনি চৌধুরী,শেখ জাফর আহমদ,সৈয়দ ছাদেক আহমদ,আয়াছুল করিস,শাহ আলম,মতিউর রহমান প্রমূখ। সভার শুরুতে ১৫ আগষ্ট কালো রাত্রিতে নিহত সকল শহীদদের স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বঙ্গবন্ধুর হত্যাকারী যারা বিদেশের মাটিতে এখনও পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের রায় কার্যকর করার দাবী জানান হয়। প্রেস বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।