নবীগঞ্জ ও বাহুবল আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর যুক্তরাজ্য সফর উপলক্ষ্যে ওল্ডহ্যামের নবীগঞ্জ প্রবাসী কল্যান সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী নবীগঞ্জবাসীও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে ওল্ডহ্যামের একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রবাসী কল্যান সমিতির চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে ও জিলু রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রবাসী নবীগঞ্জবাসীরা বক্তব্য রাখেন এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বিশেষ করে জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে আগত অতিথিদের সহযোগিতা কামনা করেন। তারা নবীগঞ্জের গ্যাস নবীগঞ্জের ঘরে ঘরে সংযোগ দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহব্বান জানান। মতবিনিময়কালে অতিথিরা বাংলাদেশের আর্তসামাজিক উন্নয়নে বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য প্রবাসীদের প্রতি আহব্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।