লাবণ্য চৌধুরী রোম (ইতালী) :: আগামী ১৪ এপ্রিল ভেনিসে অনুষ্ঠিত হতে যাওয়া ইতালী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড- ২০১৯ সফল করার লক্ষ্যে যুক্তরাজ্য থেকে ইতালী সফররত বাংলা কাগজের প্রতিনিধি দলের সাথে ইতালীর বাঙালী কমিউনিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোমে বসবাসরত বাঙালী কমিউনিটির নানা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১০ মার্চ রাজধানী রোমের বাঙালী অধ্যুষিত তরপিনাতারার একটি হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সভাপতিত্বে ও বাংলা কাগজের রোম প্রতিনিধি লাবণ্য চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আসন্ন ইতালী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড নিয়ে বিস্তারীত তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন যুক্তরাজ্য থেকে আগত বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ। এসময় তিনি ইতালী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড- ২০১৯ সফল করতে ইতালীর বাঙালী কমিউনিটির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় বাংলা কাগজ প্রতিনিধি দলের সদস্য চ্যানেল আইয়ের লোকমান হোসেন কাজী,এলবি টুয়েন্ট্রি ফোরের জিয়াউর রহমান জিয়া ও এটিএন বাংলার স্পেন প্রতিনিধি বনি হায়দার মান্না ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন এনটিভির ইতালী ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির,এটিএন বাংলার হাসান মাহমুদ ও চ্যানেল এসের মিলান প্রতিনিধি নাজমুল হোসেন প্রমূখ।
এছাড়া ইতালী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড- ২০১৯ এর সফলতা কামনা করে বক্তব্য রাখেন মতবিনিময় সভায় রোমের রাজনৈতিক,সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। এসময় তারা ইতালীতে এই ধরনের একটি এওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করায় বাংলা কাগজ কর্তপক্ষকে ধন্যবাদ জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি স্বচ্ছ ও নিরপেক্ষ এবং গ্রহনযোগ্য করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কে এম লোকমান হোসেন,মহিলা সম্পাদিকা হোসনে আরা কিবরিয়া,বাংলাদেশ সমিতি ইটালীর সভাপতি আফতাব বেপারী,ইটালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ইটালী বাংলা সমিতির কর্ণধার শাহ তাইফুর রহমান ছোটন,ইটালী বিএন পির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন,ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাফফর হোসেন বাবুল, ইটালী বিএন পির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন,ইটালী যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আতিয়ার রাসুল কিটন, ইটালী আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসি,দপ্তর সম্পাদক হাবীব মোকদম,ইতালী যুব লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা পপি,উম্মে হানি চৌধুরী,ইপিবিএ ইটালী শাখার সভাপতি ও লায়লা ফ্যাশনের কর্ণধার লায়লা শাহ, সুলতানা ফ্যাশনের কর্ণধার ফাহমিদা সুলতানা লিপি, নব জাগরণ নারী কল্যাণ সমিতির সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতা,বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম,বাংলাদেশ সমিতি ইটালীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবুল,সহ সভাপতি মুজাহিদ খাদেম,বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মনজুর আহমেদ,জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অলি উদ্দিন শামীম,বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ শওকত,সাধারণ সম্পাদক হিমেল আহমেদ,ভিসেনসিয়ার ব্যবসায়ী মান্না সরদার প্রমূখ।
উল্লেখ্য আগামী ১৪ এপ্রিল ইতালীর পর্যটন নগরী ভেনিসে ইতালী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড- ২০১৯ অনুষ্ঠিত হবে। যেখানে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ইতালীর বাঙালী কমিউনিটির নানা ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের এই এওয়ার্ড প্রদান করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।