পুলিশ কোথায় জরিমানা করছে তা জানা যাবে গুগল ম্যাপে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২৭, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

পুলিশ কোথায় জরিমানা করছে তা জানা যাবে গুগল ম্যাপে

প্রকাশিত মার্চ ২৪, ২০১৯
পুলিশ কোথায় জরিমানা করছে তা জানা যাবে গুগল ম্যাপে

Manual4 Ad Code

সম্প্রতি নতুন একটি ফিচার নিয়ে এসেছে গুগল ম্যাপ। এর মধ্যমে রাস্তার কোথায় পুলিশ গাড়ি থামিয়ে জরিমানা করছে তা আগে থেকেই জানা যাবে। ফলে আগে থেকেই গতি কমিয়ে নিতে পারবেন। সুরক্ষিত হবে ড্রাইভিং আর জরিমানার হাত থেকেও রক্ষা পাবেন আপনি। অ্যানড্রয়েড ও আইওএস এ এই ফিচার যোগ হয়েছে। এছাড়াও দুর্ঘটনা প্রবন এলাকা ম্যাপে চিহ্নিত করতে পারবেন গুগল ম্যাপস ব্যবহারকারীরা।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

জানুয়ারি মাসে গুগল ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, কানাডা, ভারত ও ইন্দোনেশিয়ার ম্যাপে স্পিড ক্যামেরা দেখানোর কথা জানিয়েছিল।

Manual2 Ad Code

সম্প্রতি গুগল ম্যাপ ব্যবহার করে কোথাও যাওয়ার আগেই গাড়ির সম্ভাব্য ভাড়া জানা যাচ্ছে। বিশ্বের অনেক দেশেই এই ফিচার রয়েছে। যে জায়গায় যেতে চান সেই জায়গাটি গুগল ম্যাপসে সার্চ করে নেভিগেশান অপশনে পাবলিক ট্রান্সপোর্ট সিলেক্ট করলেই নিচে সম্ভাব্য অটোর ভাড়া দেখাবে গুগল ম্যাপ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code