সন্তানের অভিভাবকত্ব মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৪১, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সন্তানের অভিভাবকত্ব মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

newsup
প্রকাশিত নভেম্বর ৮, ২০২১
সন্তানের অভিভাবকত্ব মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ পারিবারিক আদালতে সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিচারাধীন মামলাগুলো ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ রায় সংশ্লিষ্টদের জানাতে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Manual7 Ad Code

রবিবার (৭ নভেম্বর) এক রিট মামলার চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

Manual2 Ad Code

২০১১ সালে রংপুরের মেয়ে ও রাজশাহীর এক ছেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে তাদের ঘরে আসে এক কন্যাশিশু। ২০১৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এর মধ্যে শিশুটির মা পারিবারিক আদালতে মামলা করেন। শিশুটি তার বাবার কাছে ছিল। এ অবস্থায় শিশুটিকে ফিরে পেতে চলতি বছর হাইকোর্টে রিট করেন মা।

Manual8 Ad Code

আদালতে মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। শিশুটির বাবার পক্ষে ছিলেন ফৌজিয়া করিম ফিরোজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code