খুলনায় চাঁদাবাজি মামলায় পুলিশ সদস্যসহ পাঁচজনের কারাদণ্ড – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১৭, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

খুলনায় চাঁদাবাজি মামলায় পুলিশ সদস্যসহ পাঁচজনের কারাদণ্ড

newsup
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২১
খুলনায় চাঁদাবাজি মামলায় পুলিশ সদস্যসহ পাঁচজনের কারাদণ্ড

Manual8 Ad Code

 

নিউজ ডেস্কঃ খুলনায় আলোচিত চাঁদাবাজি মামলায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজনের ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

Manual5 Ad Code

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পুলিশ কনস্টেবল মোল্লা মেজবাহ উদ্দিন কনস্টেবল মো. ফরহাদ আহমেদ, কনস্টেবল মোস্তাফিজুর রহমান (আরমান শিকদার জনি ও মো. বায়েজিত। এদের মধ্যে কনস্টেবল মো. ফরহাদ আহমেদ, ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১২ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর দৌলতপুর বিএল কলেজের দ্বিতীয় গেটের সামনে শান্তি রানী বিশ্বাসের চায়ের দোকানে উল্লিখিত আসামিরা সাদা পোশাকে মো. শাহরিয়ার রিন্টু ও আবু ইছহাককে আটকে রাখে। এ সময় আসামি মেজবাউদ্দিন নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হবে। দর কষাকষির একপর্যায়ে ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানানো হয়। পরে এলাকাবাসী ঘটনাটি দৌলতপুর থানাকে জানালে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের উদ্ধার করে।

Manual1 Ad Code

এ ঘটনায় দৌলতপুর থানার এসআই কাজী বাবুল হোসেন বাদী হয়ে তিনজন পুলিশ সদস্য ও তাদের সহযোগী অপর দুজনকে আসামি করে চাঁদাবাজির মামলা দয়ের করেন। ২০১৫ সালের ১৯ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. বাবলু খান তাদের পাঁচজনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code