গ্রহণযোগ্য নির্বাচন ও মানবাধিকার রক্ষার আহবান জার্মানির – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২৪, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

গ্রহণযোগ্য নির্বাচন ও মানবাধিকার রক্ষার আহবান জার্মানির

newsup
প্রকাশিত অক্টোবর ১০, ২০২২
গ্রহণযোগ্য নির্বাচন ও মানবাধিকার রক্ষার আহবান জার্মানির

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ জার্মানির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার দারুণ এক অনুষ্ঠানের আয়োজন করে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে চলমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে দুদেশই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

Manual5 Ad Code

দেশের স্বাধীনতা অর্জনের পর ইউরোপের যে দেশটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে সেই দেশটির নাম পূর্ব জার্মানি। সমৃদ্ধ রাষ্ট্র জার্মানির সাথে অর্ধ শতাব্দী ধরে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপন উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ এক সন্ধ্যার।

জার্মানিতে নিযুক্ত কূটনৈতিকদের উদ্দেশ্যে দেওয়া রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. টবিয়াস লিন্ডনার। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অগ্রযাত্রায় ও উন্নয়নে ঠিক যেভাবে জার্মানি সবসময়ের মত পাশে ছিল তা ভবিষ্যতেও চলমান থাকবে। এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার রক্ষার ওপর জোর দেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code