লন্ডন ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান অনুষ্ঠিত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২২, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

লন্ডন ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান অনুষ্ঠিত

newsup
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২
লন্ডন ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান অনুষ্ঠিত

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো দশম মুসলিম চ্যারিটি রান। এ উপলক্ষে ভিক্টোরিয়া পার্কে আসতে থাকেন নারীসহ নানা বয়সের শিশু-কিশোর, তরুণ ও বয়োবৃদ্ধরা। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ভিক্টোরিয়া পার্ক বিভিন্ন বয়স ও পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিলো। এবারের দৌড়ে প্রায় ৮ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অংশ গ্রহণকারীরা নির্ধারিত স্থানে পৌঁছলে তাদেরকে মুসলিম চ্যারিটি রানের মনোগ্রামখচিত টি-শার্ট প্রদান করা হয়। মূল প্রতিযোগিতা শুরু হওয়ার আগে লন্ডন ইস্ট একাডেমির পিএ শিক্ষক আশরাফ আলীর নির্দেশনায় অংশগ্রহণকারীদের নিয়ে চলে শরীরচর্চা।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল মিজান স্কুলের ছাত্র হামজা ইবনে কাইয়ুম। ঘড়ির কাঁটা যখন সাড়ে ১০টা ছুঁই ছুঁই তখন সকলে গিয়ে দাঁড়ান মূল পয়েন্টে। ১০ টা ৪০মিনিটে বেজে উঠে হুইশেল।
চ্যারেটি রানে মাত্র ১৫ মিনিট ৪৯ সেকেণ্ডে ৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করে ১৮ থেকে ৩০ বছর বয়স ক্যাটাগরিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন ইথুপিয়ান বংশোদ্ভূত বৃটিশ নাগরকি সাইফু জামাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code