মহাকাশে হীরার গ্রহের সন্ধান, অবাক নাসার বিজ্ঞানীদের – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১৪, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মহাকাশে হীরার গ্রহের সন্ধান, অবাক নাসার বিজ্ঞানীদের

newsuk
প্রকাশিত মার্চ ২১, ২০২৫
মহাকাশে হীরার গ্রহের সন্ধান, অবাক নাসার বিজ্ঞানীদের

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : মহাবিশ্বে দিনরাত ধরে নজর রাখছে নাসা। সেখানে কোথায় কী ঘটছে প্রতিটি বিষয় রয়েছে নখদর্পণে। এবার মহাকাশে হীরার আবিষ্কার করলেন নাসার বিজ্ঞানীরা। মিল্কি ওয়েতে নাসা এমন একটি গ্রুহ দেখতে পেয়েছেন যেটি হীরার মতো উজ্জ্বল। তাহলে কী হীরার গ্রহ বলে এটিকে বলা যেতে পারে। না, বিষয়টি এখনও সেভাবে বলার সময় আসেনি। তবে এই গ্রহটির আকার পৃথিবীর থেকে ৫ গুন বড়। মহাকাশে একেবারে চকচক করছে এই হীরার গ্রহটি। নাসার বিজ্ঞানীরা মনে করছেন এটি একটি তারার অংশ। সেখান থেকে এটি গ্রহ হিসাবে সামনে এসেছে। এটিকে একটি নিউট্রন তারা হিসাবে মনে করা হচ্ছে।

যদিও এর বাইরের দিকটি যথেষ্ট উজ্জ্বল রয়েছে। সেখান থেকেই এই অনুমান করছেন নাসার বিজ্ঞানীরা। এই গ্রহে কার্বনের পরিমান বেশি থাকতে বলেও চিন্তাভাবনা করছেন সকলে। তবে নাসার ক্যামেরাতে যে ছবি ধরা পড়েছে সেখান থেকে এটিকে উজ্জ্বল হীরার মতো দেখতে লাগছে যেটি পৃথিবীর তুলনায় অনেকটাই বড়।

Manual8 Ad Code

নাসার বিজ্ঞানীরা মনে করছেন এই হীরার গ্রহটি পৃথিবী থেকে ৪১ হাজার আলোকবর্ষ দূরে রয়েছে। তবে এতটী দূর থেকেও এর আলো সকলকে অবাক করে দিয়েছে। যদি সত্যি এই গ্রহে হীরার অস্তিত্ব থাকে তাহলে সেটি হবে একটি অবাক করা আবিষ্কার। কার্বনের পরিমান বেশি রয়েছে বলে সেখান থেকে হীরার পরিমান বেশি থাকতে পারে। এটিকে সুপার আর্থ বলেও নাম দিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

Manual8 Ad Code

বহু দূরে থাকার পরও যেভাবে এর আলো দেখে নাসার বিজ্ঞানীরা অবাক হয়েছেন সেখান থেকে দেখতে হলে এই গ্রহ নিয়ে আরও বিশ্লেষণের পথে যেতে চায় নাসা। যদি সত্যি সেখানে হীরা থাকে এবং তার জ্যোতি এত বিশাল হয় তাহলে সেটি হবে একটি মহাজাগতিক বিস্ময়। বিজ্ঞানীরা মনে করছেন যেভাবে এই গ্রহ থেকে সাদা আলো ঠিকরে পড়ে সকলকে তার দিকে টেনে নিয়ে গিয়েছে। সেখানে আগামীদিনে এই গ্রহটি সকলকে নিজের কাছে টেনে নেবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code