রোহিঙ্গায় গণহত্যার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ
১৫ সেপ্টে ২০১৭, ০৪:২৯ অপরাহ্ণ

এনায়েত হোসেন সোহেল (প্যারিস,ফ্রান্স) ঃ মায়ানমারে রোহিঙ্গা জণগোষ্ঠীর উপড় গণহত্যা,নির্যাতন,নিপীড়নের প্রতিবাদে ফ্রান্সের প্যারিসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন ফোরাম ফর দি ডেমোক্রেসী এন্ড হিউম্যান রাইটস ফ্রান্সের উদ্যোগে বাঙালীসহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের অংশগ্রহণে ১৫ সেপ্টেম্বর প্লাস দোলা রিপাবলিক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মায়নামারের গনহত্যা নিয়ে বিভিন্ন ব্যানার ফেষ্টুন হাতে আগতরা বিক্ষোভ সমাবেশ করেন। ফোরাম ফর দি ডেমোক্রেসী এন্ড হিউম্যান রাইটস ফ্রান্সের চেয়ারম্যান মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মোহাম্মদ মাহবুব হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা মায়ানমারের র্নিমম গণহত্যা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন উল্লেখ করে অবিলম্বে এসব গণহত্যা,নির্যাতন,নিপীড়ন বন্ধ করার জন্য মায়ানমার সরকারে প্রতি দাবী জানান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের ভুমিতে ফিরে যেতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো ছাড়াও মায়ানমারের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস মিশনের এর গ্লোবাল চেয়ারম্যান ডক্টর আব্দুল মালেক ফরাজী,সাবেক ছাত্রনেতা বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বাগপার সভাপতি এডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন,নজরুল গবেষক খোরশেদ আলম, ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক রোহিঙ্গা কমিটির সদস্য হারুন ইউসুফ,কমিউনিটি নেতা সিরাজুল হক মিয়া,আইয়ুব আলী,আবুল কালাম ফরাজী,প্যারিস থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদক সোহাইল ইবনে হোসাইন,প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল,বরিশাল কমিউনিটি ফ্রান্সের সভাপতি মোতালেব খান,মানিকগঞ্জ সমিতির সভাপতি শাহিনুল ইসলাম,ফ্রসে আভেক রাব্বানীর প্রতিষ্ঠাতা কৌশিক রাব্বানী,ফোরাম ফর ডেমোক্রেসী এন্ড হিউম্যান রাইটস এর ট্রেজারার মোহাম্মদ তাজুল ইসলাম,মুহাম্মদ নুরুল ইসলাম,মোহাম্মদ শহীদুল ইসলাম,আরিফুজ্জামান ইমন,ইমরান হোসেন,আল মামুন খান,শিল্পী মারুফ বিন ওয়াহিদ,মুহাম্মদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ কামাল উদ্দীন প্রমূখ।