পাইকগাছায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৭, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

পাইকগাছায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২০
পাইকগাছায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual4 Ad Code

 

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা :

Manual7 Ad Code

বিশ্বকর্মা পুজা উপলক্ষ্যে পাইকগাছা উপজেলার লতায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় পুটিমারী তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে উলুবুনিয়া নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় ৫ টি নৌকা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, খাজাবাবা পুটিমারী বাইচ নৌকা, দ্বিতীয় স্থানে দুরন্ত স্পোর্টিং ক্লাব নৌকা ও তৃতীয় স্থানে পুটিমারী উত্তরপাড়া নৌকা। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ অন্তে তরুণ সংঘ ক্লাবের সাধারণ-সম্পাদক পলাশ বাছাড়ের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ-সম্পাদক ও লতা ইউপি সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, সাধারণ-সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল, মহিলালীগের সভানেত্রী রাধিকা গোলদার, রতœা মন্ডল, কাকলী বিশ্বাস, আওয়ামীলীগ নেতা অনিল সরকার, ইউপি সদস্য আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, কৃষ্ণ রায়, শিউলী সরকার।
এসময় বক্তব্যে রাখেন, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কালিপদ বিশ্বাস, সম্পাদক বিপুল বিশ্বাস, প্রধান শিক্ষক অজয় রায়, আশীষ রায়, সদানন্দ মন্ডল, প্রাণকৃষ্ণ মন্ডল, রবিন্দ্রনাথ বাছাড়, মিজান সানা ও প্রভাকর সরকার প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code