প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বিসিজি মিলানের মতবিনিময় সভা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৪৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বিসিজি মিলানের মতবিনিময় সভা

newsup
প্রকাশিত নভেম্বর ৬, ২০২১
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বিসিজি মিলানের মতবিনিময় সভা

স্থানীয় সময় শুক্রবার (৫ অক্টোবর) বিকাল ৫টায় বিসিজি মিলান অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনের লক্ষে্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ নিয়ে আলোচনা করা হয়।

নবনিযুক্ত কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ তার বক্তব্যে ইতালি প্রবাসীদের পাসপোর্টসহ সব সমস্যার সমাধান করার আশাবাদ ব্যক্ত করেন।

ছবি: ইত্তেফাক

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কনসাল এ কে এম শামসুল আহসান ও শ্রম কনসাল সাব্বির আহমেদ। সভায় ওয়েজ আনার বোর্ড মেম্বার হওয়ার জন্য সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানান শ্রম কনসাল সাব্বির আহমেদ।

এছাড়াও মিলানে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্টসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের নেত্রীবৃন্দ। এ সময় মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিকসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।