কুলাউড়া সংবাদদাতা : পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, ২৪ ঘন্টার ভিতরে দোকান চুরির মামলার রহস্য উদঘাটন করে চোরাইকৃত ১৩টি মোবাইল ও ১টি মনিটর উদ্ধার, চোরাইকৃত মহিষের মাংস উদ্ধার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মার্চ ২০২৩ খ্রিঃ মাসে ৫ম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব মোঃ আব্দুছ ছালেক এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার মোঃ বিল্লাল হোসেন।

পুরষ্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক সাহেব এর হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।