রাজনীতিবিদ খান এ সবুর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:১৯, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রাজনীতিবিদ খান এ সবুর

banglanewsus.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৪
রাজনীতিবিদ খান এ সবুর

এস এইচ খান আসাদ : খান এ সবুর ১৯১১ সালে বাগেরহাটের ফকিরহাটে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের সূচনা হয় মাদরাসায়। পরে ১৯২৮ সালে খুলনা জেলা স্কুল থেকে গণিত ও ইংরেজিসহ চারটি বিষয়ে লেটার নিয়ে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করে ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে। সেখান থেকে কৃতিত্বের সাথে আইএসসি ও বিএ পাস করে ভর্তি হন লর্ড রিপন ল কলেজে। জাতির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জড়িয়ে পড়েন মুসলিম লীগের রাজনীতিতে। তীক্ষè মেধা ও রাজনৈতিক প্রজ্ঞায় যুবক বয়সেই জনপ্রিয় নেতা হয়ে ওঠেন। মুসলমানদের চরম দুর্দিনে নির্যাতন প্রতিরোধে ১৯৩৮ সালে ১৪৪ ধারা ভঙ্গ করে খান এ সবুর সর্বপ্রথম খুলনায় স্বাধিকার আন্দোলনে মিছিলের নেতৃত্ব দেন। তিন দিন পর মিউনিসিপ্যাল পার্কে (তৎকালীন গান্ধী পার্ক) স্বাধিকারের দাবিতে সর্বপ্রথম খুলনাঞ্চলের মুসলমানদের সভা অনুষ্ঠিত হয়। পাকিস্তান প্রতিষ্ঠার জন্য যে খুলনার মানুষ রাঙা খুন ঝরিয়েছে, ১৯৪৭ সালের ১৪ আগস্ট সেখানে উড়েছে ভারতের পতাকা।

রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি কলকাতার বাউন্ডারি কমিশনে আপিল করে অবশেষে খুলনাকে স্বাধীন করে আনেন।
১৯৭৯ সালে সংসদ নির্বাচনে তিনি বৃদ্ধ বয়সে খুলনায় একাই তিনটি আসনে (খুলনা, সাতক্ষীরা ও তেরোখাদা) বিপুল ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম দৃষ্টান্ত স্থাপন করেন। আজন্ম ত্যাগী জনপ্রিয় নেতা খান এ সবুর মৃত্যুর আগে তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি মানুষের কল্যাণে উৎসর্গ করে খুলনা জেলা প্রশাসককে চেয়ারম্যান করে শিক্ষা, ধর্ম ও অন্যান্য জনহিতকর কাজের জন্য ‘খান এ সবুর ট্রাস্ট’ গঠন করে গেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।